নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে নিজের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সিনিয়র নেতাদের এক জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৈঠক সূত্র জানায়, নিবার্চনী প্রচার-প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নারায়ণগঞ্জ যাওয়ার বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
খালেদা জিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, মাজহারুল আনোয়ার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুস সালাম, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবেদিন ফারুক, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার প্রমুখ।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি