সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৯:২৯

‘নির্বাচন এলেই বিএনপি ভাঙা রেকর্ড বাজানো শুরু করে’

‘নির্বাচন এলেই বিএনপি ভাঙা রেকর্ড বাজানো শুরু করে’

নিউজ ডেস্ক : বিএনপি নির্বাচন এলেই ভাঙা রেকর্ড বাজানো শুরু করে। নির্বাচনে যাওয়ার আগেই হেরে যায় দলটি। নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দোয়েল চত্বরের কাছে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন এলেই ভাঙা রেকর্ড বাজানো শুরু করে। নির্বাচনে যাওয়ার আগেই হেরে যায় বিএনপি। নির্বাচন নিয়ে নানামুখী বিতর্কিত বক্তব্য দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস। সেই অভ্যাস অনুযায়ী ভাঙা রেকর্ড বাজাচ্ছে তারা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্রের মানসপুত্রখ্যাত উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে