নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে যাচ্ছে দলটির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন বিএনপি।
জানা গেছে, প্রতিনিধি দলে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানজানান, বিএনপির চেয়ারপারসনের প্রস্তাবনাগুলো প্রেসিডেন্টের কাছে তুলে দিতে মঙ্গলবার সকালে একটি প্রতিনিধি দল যাবেন। সেজন্য প্রেসিডেন্টের সাক্ষাতের সময় চেয়ে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার গণভবনে হাঙ্গেরি সফর নিয়ে সংবাদ সম্মেলনে খালেদার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই নির্বাচন কমিশন আমরা করিনি, সার্চ কমিটি থেকেই করেছেন। তার প্রস্তাবের মাথা ও লেজের কোনো নাগাল কেউ পেয়েছেন কিনা জানিনা। তাকে তো কোনো প্রশ্নও করতে পারেননি সাংবাদিকরা।
সেসময় প্রধানমন্ত্রী বলেন, তিনি ৯২ দিন অফিসে বসে থাকলেন। কেউ তাকে সরাতে পারলো না। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারলেন। তার প্রস্তাব তিনি রাষ্ট্রপতিকে বলুন, রাষ্ট্রপতি বুঝবেন। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিবেন।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি