নিউজ ডেস্ক : রাজধানীর মৎসভবন এলাকায় ফুটপাথে শুয়ে ছিলেন একদল ছিন্নমূল মানুষ। হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় উড়ে এসে শুয়ে থাকা মানুষগুলোর ওপর দিয়ে হাইকোর্টের সীমানা প্রাচীর ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে যায়।
এ দুর্ঘটনায় ফুটপাতে ঘুমিয়ে থাকা হাসিনা বেগম ও সাহিরা বেগম নামে দুই মধ্য বয়সী নারী নিহত হয়। এঘটনায় আরো দুজন আহত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।শাহবাগ থানার পুলিশ গাড়ির ভেতর থেকে শাওন নামে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে। গাড়ির চালক ও অন্য আরেকজন আরোহী গাড়ি রেখেই পালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজারের দিক থেকে আসা একটি গাড়ি কার্জন হল মোড়, হাইকোর্ট মাজারের ফটক পেরিয়ে বার কাউন্সিলের একটু আগে রাস্তা ছেড়ে ফুটপাথ মাড়িয়ে গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল দুজন মানুষ গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন। তাদেরই দু'জনকে রাতেই মৃত্ ঘোষণা করেন চিকিৎসকেরা।
শাহবাগ থানার এসআই ফিরোজ আলম বলেন, হাসপাতালে আনার পরে চিকিৎসকেরা হাসিনা ও সাহিরাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে অজ্ঞান অবস্থায় আরেকজন মধ্য বয়স্ক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম