নিউজ ডেস্ক : মোবাইল ফোনে লটারি জেতার ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করায় রাজধানীতে ৮ নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সোমবার রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানানো হয়নি।
র্যাবের মুখপাত্র উপ-কমিশনার মিডিয়া মুফতি মাহমুদ খান জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল।
তিনি জানান, এ বিষয়ে আজ সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র্যাব সদর দফতরের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম