মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৭:০২

রাজধানীতে সাত নাইজেরিয়ানসহ গ্রেফতার ৮

রাজধানীতে সাত নাইজেরিয়ানসহ গ্রেফতার ৮

নিউজ ডেস্ক : র‌্যাপিড একশন বেটালিয়ান (র‌্যাব) রাজধানীর মিরপুর, পল্লবী ও দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সাত নাইজেরিয়ান নাগরিকসহ আট জনকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক ও অপারেশন অফিসার আরিফ বিন জলিল বাসসকে জানান, নগরীর মিরপুর, পল্লবী ও দক্ষিণখান এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে চক্রের সদস্য সাত নাজেরিয়ান নাগরিকসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ২২ টি মোবাইল ফোন সেট, দুইটি মডেম, প্রতি মোবাইল অপারেটরের সিমের স্কোর, কয়েকটি ভিসার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ডলার, বাহারাইন দিনার, নাইজেরিয়ান মুদ্রা এবং বাংলাদেশি ১ লাখ ৪১ হাজার টাকা এবং প্রতারণা কাজের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।

তারা মোবাইল ও মেসেজ পাঠিয়ে লটারির মাধ্যমে বড় অঙ্কের অর্থ পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করতো বলে তিনি জানান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে