মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৭:৪৯:২৭

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন নিয়ে আলোচনা শুরু করবেন জেনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুপুরে তার প্রেস সেক্রেটারি বলেছেন মহামান্য রাষ্ট্রপতি দেশে ফিরে এসে ইসি গঠন নিয়ে সকল দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন, জনগণের দাবিকে তিনি সম্মান জানিয়েছেন, আমরা খুশি হয়েছি, ধন্যবাদ তাকে। একই সাথে আমরা আশঙ্কা করছি, গতবারও তিনি আলোচনা করেছিলেন কিন্ত তারপর আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করেছিলেন।  

মির্জা ফখরুল বলেন, জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে জনগণের আশা আকাঙ্কাকে দমন করা যায়নি। সরকার প্রধানের কাছে আহ্বান জানাই গণতন্ত্রকে ধ্বংস করবেন না। সেই খাতায় নাম লেখাবেন না, যে খাতায় ধিকৃত ব্যক্তিদের নাম লেখা আছে। এটা আমরা চাই না।

তিনি বলেন, এ কথা আজকে প্রমাণিত হয়ে গেছে এই সরকার গণতান্ত্রিক মুল্যবোধে বিশ্বাস নাই। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, অতীতেও করেছে এখনো করতে চাচ্ছে। এই দলটি গণতন্ত্রবিরোধী। মুখে বলবে গণতন্ত্রের কথা কিন্তু তারা কোনো দিনই গণতন্ত্রে বিশ্বাস করবে না।

বিএনপির নেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের নেতা খায়রুল কবির, হাবিবুর রহমান, নাজিমউদ্দিন আলম, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন মণি, খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে