নিউজ ডেস্ক : ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জয়ললিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও দরিদ্র জনগণের কল্যাণে জয়ললিতার অবদান মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে।
তিনি বলেন, ‘তার মৃত্যু ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি। ভারতের জনগণ বিশেষ করে তামিলনাড়ুর জনগণের জন্য আমিও গভীর শোক প্রকাশ করছি।’
শেখ হাসিনা জয়ললিতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গত সেপ্টেম্বরে ফুসফুসে সংক্রমণ নিয়ে ভারতের অন্যতম প্রধান জনপ্রিয় ও ক্ষমতাশালী রাজনীতিবিদ জয়ললিতা হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন রোগে ভোগার পর ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান। -বাসস।
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম