বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৪:০৭:১৫

শাকিলকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন ছাত্রদলের সাবেক সভাপতি

শাকিলকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন ছাত্রদলের সাবেক সভাপতি

নিউজ ডেস্ক: সাবেক ছাত্রলীগ নেতা এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুদ্দীন লাল্টু।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,অবিশ্বাস্য রকমের একজন সদ্ভাবী মানুষ ছিলেন শাকিল। ছাত্ররাজনীতি কালীন সেইসব দিনে আমি, এ্যানি আর অসীম এই শাকিলের সাথে বছরের পর বছর ঢাবি ক্যাম্পাসে দল-মতের উর্ধ্বে গল্পগুজব করে কাটিয়েছি। শাকিল মনের দিক থেকে সত্যি একজন ভালো মানুষ ছিলেন। কখনই প্রতিপক্ষকে কষ্ট দেয় এমন ভাবে কথা বলতেন না। তার জন্য মনটা আমার আজ শূন্যতায় খা-খা করছে! খুব কষ্ট অনুভব করছি। বিশ্বাস করতে পারছি না...!
৭ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে