বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ১০:০০:৫১

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচার কাজ চলছে। মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানি চলছে।

গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য পাঠ করেন। ওই লিখিত বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি তার পক্ষে সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে জানান।

এরপর নিজে অসুস্থ থাকায় আর শুনানি করতে পারবেন না জানিয়ে আদালতের কাছে সময় চান। আদালত পরবর্তী শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিরও ধার্য তারিখ রয়েছে বৃহস্পতিবার। মামলাটিতে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে জেরার জন্য দিন ধার্য রয়েছে। গত ১৭ নভেম্বর এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেন তার আইনজীবীরা। গত ১ ডিসেম্বর তারেক রহমানের পক্ষেও তদন্ত কর্মকর্তা জেরা শেষ হয়েছে।
০৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে