বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ১০:১৮:৪৪

‘রোহিঙ্গা নির্যাতনের বেলায় সারা বিশ্বের বিবেক এখন কোথায়?’

‘রোহিঙ্গা নির্যাতনের বেলায় সারা বিশ্বের বিবেক এখন কোথায়?’

নিউজ ডেস্ক : আজ দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, খুনের কথা উল্লেখ করে বলেন, বিশ্বে এ ব্যাপারে কোন কথা নেই।

তিনি বলেন, সারাবিশ্ব তাকিয়ে আছে, কিছু বলছে না। সিরিয়ার আইলান সমুদ্রে পড়েছিল, তখন সারাবিশ্ব কথা বলেছিল। সারাবিশ্বের বিবেক এখন কোথায়? জাতিসংঘ থেকে উদ্যোগ নেওয়া হয়নি, আশ্চর্য লাগে।

মানবিক দিক থেকে তাদের সহায়তা করার বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, হাজার হলেও তারা মানুষ, মানবিক দিক দেখতে হবে। প্রধানমন্ত্রী কীভাবে চিন্তা করবেন উনি জানেন। শরণার্থী হিসেবে আসলে তারা যাবে না। আমাদের সমস্য। সেটাও একটা চিন্তা।

তিনি বলেন, এমন কি নোবেল পুরস্কারপ্রাপ্ত মিয়ানমারের নেত্রী অং সান সুচি এবং বাংলাদেশের আরেক নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মোহাম্মদ ইউনুসও চুপ করে রয়েছেন। তিনি প্রশ্ন রাখেন এসব কি তাদের বিবেককে নাড়া দেয় না।

রওশন এরশাদ দেশের রেমিটেন্স বৃদ্ধি করতে প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর পরামর্শ দেন। এজন্য দেশের জনশক্তিকে প্রশিক্ষিত করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণের বিষয়টি উল্লেখ করে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সজাগ থাকতে হবে।

এছাড়া তিনি বিশ্বমানের শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি বিনা বিচারে জেলখানায় দীর্ঘদিন থেকে আটক বন্দিদের বিষয়ে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নিতে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে