ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ থেকে ২৫ জন এবং বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে আটজন নির্বাচিত হয়েছেন।
আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— অধ্যাপক ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ড. কবিরুল বাশার, অধ্যাপক ড. কৌশিক সাহা, ড. মোহাম্মদ বখতিয়ার রানা, অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন, ড. মো. মোতাহের হোসেন, অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, অধ্যাপক ড. রাশেদা আক্তার, অধ্যাপক ড. রাশেদা ইয়াসমিন শিল্পী, অধ্যাপক সত্রাজিত কুমার সাহা, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক হোসনে আরা বেবী, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক বশির আহমেদ, মো. খালিদ কুদ্দুস, অধ্যাপক ড. ফরিদ আহমদ, অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলী ওঅধ্যাপক ড. আমজাদ হোসেন।
বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন— অধ্যাপক এ এ মামুন, ফিরোজা হোসেন, মাহবুব কবির, মো.শরিফ উদ্দিন, এ টি এম আতিকুর রহমান, নইম সুলতান, মো. সোহেল রানা ও মালিহা নার্গিস আহমেদ।
রোববার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
রবিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে ভোট হয়। উভয় প্যানেল থেকে ৩৩ জন করে মোট ৬৬ শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া আট স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ৪৯৬ ভোটারের মধ্যে ৪৭৬ জন ভোট প্রদান করেন।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ