সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১১:৫৮:১৬

আ.লীগ সম্পাদকের বাড়িতে বোমা হামলা

আ.লীগ সম্পাদকের বাড়িতে বোমা হামলা

বরিশাল: বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমের বাড়িতে বোমা হামলা বিস্ফোরিত হয়েছে। রোববার রাত সোয়া ২টায় নগরীর শ্যামবাবু লেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন।

আফজালুল করিম জানান, রাতের বেলা বোমা দুটির বিকট শব্দে পাশের ফ্লাটের বাসিন্দারা জেগে ওঠেন। এ সময় তারা মোটরসাইকেলযোগে দুই জনকে পালিয়ে যেতে দেখেন। এটি কারা ঘটাতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজ দলীয় অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মন্তব্য করতে চাননি। তবে বিরোধী দলের নাশকতার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। এ ঘটনায় তিনি থানায় জিডি করবেন।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলেন, ‘সোমবার সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে। তবে এটা বড় ধরণের বোমা ছিলনা। আফজালুল করিমকে মানষিকভাবে টলানোর জন্য নিজ দলের প্রতিপক্ষের মধ্য থেকে কেউ এমনটা করতে পারে। তবে ঘটনায় বিরোধীদলের বিষয়টিও নজরে আছে।’
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে