সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১২:৪৫:১২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল আজ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (সম্মান) প্রথমবর্ষ পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। রাত ৮টায় শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম।

 
তিনি জানান, এ পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) ছাড়াও মোবাইল ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে nu h1 reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়েও ফল পাওয়া যাবে।
 
প্রসঙ্গত, এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ১৭ সেপ্টেম্বর তারিখে শেষ হয়। পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে