রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩০:৫৪

সেই ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে : নাসিম

সেই ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে : নাসিম

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, ২০১৪ সালে নির্বাচনী ট্রেন মিস করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিরাট ভুল করেছেন। ২০১৯ সালে আবার নির্বাচনী ট্রেন আসবে। সেই ট্রেনে না উঠলে বিএনপি ধ্বংস হয়ে যাবে।

নাসিম আজ রোববার বিকেলে রাজধানীর কমলাপুরে নতুন কোচ দ্বারা ঢাকা-সিরাজগঞ্জ রুটে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ সার্ভিসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও না করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে আন্দোলনের নামে কোন ধরনের জ্বালাও-পোড়াও করবেন না। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর আন্দোলন করতে গিয়ে ট্রেন, বাস, ট্রাক পুড়িয়েছেন। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছেন। তাই আপনাকে বলি ভবিষ্যতে আন্দোলেনের নামে জ্বালাও-পোড়াও করবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন নিরক্ষরতা দূরীকরণ এবং স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে যা বহিবির্শ্বের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দারপ্রান্ত থেকে ফিরে এসেছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালিন সময়ে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছিল।

রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, গাজী আমজাদ হোসেন মিলন ও তানভীর ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।

১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে