নিউজ ডেস্ক : রাজধানী মহাখালীর সাত তলা একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত আড়াইটা নাগাদ আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে; তা এখনও জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই বলা যাচ্ছে না। পরে রিপোর্ট আসলে বলা এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম