নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত পাঁচটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংশোধিত আইন অনুযায়ী স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয়ভাবে হবে। এতে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
আইনগুলো হচ্ছে- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন-২০১৫, উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৫, জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৫, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, বৈঠকে স্থানীয় সরকার সংক্রান্ত পাঁচটি আইনে খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই এ অনুমোদন দেওয়া হয়েছে।
ৎ১২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস