নিউজ ডেস্ক : শিশু সৌরভকে গুলিবিদ্ধ করার মামলায় গাইবান্ধার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট। তাকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।
আগাম জামিন শুনানিতে অংশ নিতে সোমবার দুপুর ১টার কিছুক্ষণ আগে আদালতে হাজির হন শিশু সৌরভকে গুলি করে জখম করার অভিযোগ নিয়ে পালিয়ে থাকা এমপি লিটন।
এর আগে দুপুর ১টার মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন।
সাংসদ লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল হাই কোর্টে তার আগাম জামিনের আবেদন করলে সোমবার আদালত বেলা ১টায় শুনানিতে লিটনকে হাজির করতে বলে।
লিটনের আইনজীবী বলেন, ‘রবিবার তার আগাম জামিন চেয়ে একটি আবেদন করেছি। জামিন আবেদনে বলেছি, এমপি মঞ্জুরুল ইসলাম পরিস্থিতির শিকার। উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন তিনি।’
শিশু সৌরভকে গুলি করে জখম করার ঘটনায় মামলা করার পরপরই তিনি গা-ঢাকা দেন।
২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন আহত হয়। তার পায়ে তিনটি গুলি করেন তিনি।
বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় সাংসদকে একমাত্র আসামি করে একটি মামলা হয়েছে।
১২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস