বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১২:৩২:৩৭

জামিন পেলেন শফিক রেহমান

জামিন পেলেন শফিক রেহমান

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্র মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান।

বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় পুলিশের রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত জামিন আদেশ মঞ্জুর করে আদালত। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার জামিন চাইতে শফিক রেহমানকে বিচারিক আদালতে যেতে হবে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ দেন। একই সঙ্গে শফিক রেহমান আবেদন করার পর তার জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা বিভিন্ন জায়গায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করা হয়।

১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে