বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০১:০৫:২৫

হে আল্লাহ, আর একটা পৃথিবী বানিয়ে তুমি রোহিঙ্গা মুসলমাদের রক্ষা করো: কাদের সিদ্দিকী

হে আল্লাহ, আর একটা পৃথিবী বানিয়ে তুমি রোহিঙ্গা মুসলমাদের রক্ষা করো: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী রোহিঙ্গাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো মাঠে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃব্যে রোহিঙ্গাদের জন্য দোয়া করেন তিনি।

বীর উত্তম কাদের সিদ্দিকী এ সময় বলেন, হে আল্লাহ তুমি রোহিঙ্গাদের রক্ষা কর। বাংলাদেশে তাদের জায়গা না হলে আরেকটা পৃথিবী সৃষ্টি করে রোহিঙ্গা মুসলমাদের রক্ষা করো।
 
এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘শেখ হাসিনা বলেন; খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মারছেন। মুলত শেখ হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন, এটা খালেদা জিয়া জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এখন রাজনীতি হয়েছে দুর্নীতিবাজ ও লুটেরাদের জন্য। রাজনীতিতে ত্যাগীদের কোন মুল্যায়ন নেই। টাকার কাছে জিম্মি হয়েছে রাজনীতি।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
১৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে