সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৪:২২:১৫

সরকারি নিয়োগে নার্সদের সুখবর

সরকারি নিয়োগে নার্সদের সুখবর

ঢাকা : নিয়োগে নার্সদের সুখবর দিল স্বাস্থ্য মন্ত্রণালয়।  সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্স নিয়োগে বয়সসীমা ৬ বছর বাড়িয়ে ৩০ থেকে ৩৬ বছর করা হয়েছে।

সরকারি চাকরিতে নার্সদের প্রবেশের এ বয়সসীমা ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

 বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে তা শিথিল করেছে মন্ত্রিসভা।  নার্সিং পাস করে ২০০৬ সালের পর কেউ সরকারি চাকরিতে আসতে পারেননি।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, বর্তমানে ৩ হাজার ৭২৮টি নার্সের পদ শূন্য রয়েছে।  ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে