সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৬:১১:৩১

পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে বাইরে, জবি অধ্যাপক বরখাস্ত

পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে বাইরে, জবি অধ্যাপক বরখাস্ত

ঢাকা : ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে।  শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেজবাহ-উল-আজম বাহিরে গিয়েছিলেন এমন অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 
বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক সরকার আলী আক্কাস জানান, অভিযোগ পেয়েছি, পরীক্ষা চলাকালে মেজবাহ-উল-আজম এক ছাত্রের প্রশ্নপত্র নিয়ে বাইরে চলে যায়।  এ বিষয়ে এরই মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
জবির ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান জানান, শুক্রবার 'বি; ইউনিটের পরীক্ষায় নীতিবহির্ভূত এ কাজের জন্য সওদাগরকে বরখাস্ত করা হয়েছে।
 
এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্দিষ্ট 'ড্রেস কোড' প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  এ সম্পর্কে তারা সুনির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করেছে।

পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি দূর করতে এ নিয়ম প্রদান করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এ নিয়মের আওতায় অনেক পরীক্ষার্থীকে এবার খালি পায়ে পরীক্ষা দিতে হয়েছে।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে