সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৯:৫৪:১৪

যেভাবে পাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

 যেভাবে পাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  সোমবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ কথা জানান।  তিনি বলেন,  ২২ জেলায় লিখিত পরীক্ষায় পাস করেছে ৯,৭২৭ জন।  এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ১১২ জন।


ফল প্রকাশ করা ২২ জেলা হলো নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ শরীয়তপুর, ফেনী, জয়পুরহাট, চুয়াডাংগা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।

ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd তে পাওয়া যাবে।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে