নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর পুত্রবধূ সেলিনা হায়াৎ আইভি। তার এ বিজয়ে রাজবাড়ী শ্বশুরালয়ে বইছে আনন্দের বন্যা। পরিবারের সদস্যরা বাড়িতে আগত অতিথিদের মিষ্টি মুখ করাচ্ছেন।
জানা গেছে, রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা নিবাসী মৃত কাজী আবু সালের ছোট ছেলে কাজী আহসান হায়াৎ সেতুর সঙ্গে বিয়ে হয় সেলিনা হায়াৎ আইভির। আইভির স্বামী পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। তিনি নিউজিল্যান্ডে থাকেন। সেলিনা হায়াৎ আইভি রাজবাড়ীতে না থাকলেও পারিবারের সকল সদস্যদের খোঁজ খবর রাখেন। সবার সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা বলেন আইভী।
শুক্রবার সকালে জেলা শহরের সজ্জকান্দার বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আইভির গায়ে হলুদ, বিয়ে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিভিন্ন ছবি দেখাচ্ছেন। বাড়িতে আসা সবাইকে মিষ্টি খেতে দিচ্ছেন।
ইভীর ভাসুর কাজী আহসান হাবিব বলেন, ‘আমাদের পরিবারে আজ বড় খুশির দিন। আইভী সততার পরীক্ষায় পাস করেছেন। আমরা প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জবাসীর কাছে অশেষ কৃতজ্ঞ।
আইভী ১৯৬৬ সালের ৬ই জুন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। মাতা মমতাজ বেগম ও পিতা সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকা। চুনকা পরিবারের পাঁচ সন্তানের মধ্যে ডা. আইভী হলেন প্রথম সন্তান। আইভী ১৯৯৫ সালের ১৫ নভেম্বর কাজী আহসান হায়াৎ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী কাজী আহসান হায়াৎ বর্তমানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে নিউজিল্যান্ডে কর্মরত আছেন। পারিবারিক জীবনে আইভী দুই পুত্র সন্তানের জননী।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস