নিউজ ডেস্ক : নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে। নাসিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন শেখ হাসিনা।
নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য কোনও দাবি করতে হবে না। আমি সারাদেশের উন্নয়ন করছি। এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের হচ্ছে। আমরা পদ্মা সেতু করছি। আমরা সারাদেশের যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন করছি। আমরা সারাদেশের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছি। আমার জানা আছে কীভাবে দেশের উন্নয়ন করতে হয়। তাই উন্নয়নের জন্য কোনওকিছু দাবি করতে হবে না। আর নারায়ণগঞ্জে তো আইভী আবারও মেয়র হয়ে গেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তো ক্ষমতায় এলে লুটপাট করে খায়। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত কী হয়েছে আর ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কী হয়েছে, তার তুলনা আপনারা নিজেরাই করে দেখেন। আমরা বিদ্যুৎ উৎপাদন করলাম, তারা এসে উৎপাদন কমিয়ে দিলো। আমরা জনগণকে বিদ্যুৎ দিলাম, তারা দিলো খাম্বা।
শেখ হাসিনা বলেন, আমাদের দৃষ্টি জনগণকে কীভাবে সুন্দরভাবে রাখা যায় তার দিকে। নারায়ণগঞ্জে যা হয়েছে খুবই ভালো হয়েছে। এখন আইভী নির্বাচিত হওয়ায় উন্নয়নের কাজগুলো খুব দ্রুত হবে। আবার নতুন কাজও হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বিদেশিদের সহায়তা নিয়ে ক্ষমতায় এলেন। দেশের সম্পদ লুট করলেন। তারা যাদের মন্ত্রী বানালেন, তারা রাজাকার। যুদ্ধাপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। জাতির কাছে তারা এখন মুখ দেখায় কীভাবে, সেটাই আমার প্রশ্ন। দুর্নীতি, লুটপাটের জন্য আমেরিকার এফবিআই এসে তার ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। তাতে তার সাজাও হয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। এখন মামলা ফেস করতে হিমশিম খাচ্ছেন। তিনি যদি কোনও অন্যায় না করে থাকেন, তবে মামলা ফেস করতে ভয় কীসের? তিনি কালো টাকা সাদা করেছেন। দুর্নীতি না করলে এত টাকা কোথায় পান ?’
প্রধানমন্ত্রী বলেন, তারা মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত একটানা তারা মানুষ পুড়িয়ে মারলো। গাড়ি-ঘোড়া, লঞ্চ, ট্রেন- কিছুই বাদ যায়নি। সব জায়গায় আগুন দিয়ে তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ গাড়ি-ঘোড়া কিনে, তারা পুড়িয়ে দেয়। দেশবাসীর কাছে প্রশ্ন, তারা যে অপরাধ করেছে তার জন্য তাদের কী শাস্তি হওয়া উচিত?
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যে জনগণ ধরে পোড়ায় না সেটার জন্য শোকর করেন।’ অন্যদিকে বিজয়ী মেয়র আইভী বলেন, ‘আমার এ বিজয় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাকেসহ সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে উৎসর্গ করছি। ’
নাসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলব নির্বাচন যে সুষ্ঠু ও অবাধ করা যায়, তা আওয়ামী লীগ দেখিয়েছে। জনগণ যাদের ভোট দিয়েছে, তারা জিতেছে। বিএনপি তো আওয়ামী লীগের আমলেই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে জিতেছে। সেখানে তো আওয়ামী লীগ কিছু করতে যায়নি। জনগণ যে রায় দিয়েছে, আওয়ামী লীগ মেনে নিয়েছে। বিএনপি এতদিন যে অভিযোগ করেছে, নারায়ণগঞ্জবাসী তার জবাব দিয়েছে।’
শেখ হাসিনা বলেন, এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যারা পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস