নিউজ ডেস্ক : শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগ-আপ্লুত হয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে আইভী বলেন, ‘আমি চিন্তাই করি নাই তিনি (শেখ হাসিনা) আমাকে নৌকা দেবেন।আমি ‘স্পিচলেস’।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে সালাম জানাতে এসে বক্তব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী এ মন্তব্য করেন।
আইভী বলেন, ‘গণভবনে বৈঠক করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম ২২ ডিসেম্বর বিজয়ী হয়ে আমি সেই নৌকা আপনাকে (শেখ হাসিনা) ফেরত দেবো। আমি আমার কথা রেখেছি। আজকে আপনাকে নৌকা ফেরত দিতে এসেছি।’
বক্তব্য শেষ করে আইভী নৌকার আদলে ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রীকে এবং পা ছুঁয়ে সালাম করেন। সদ্য বিজয়ী মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জবাসী আপনার সঙ্গে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। আমার এলাকার মানুষ কথা রেখেছে। নারায়ণগঞ্জে গণতন্ত্র হত্যার কথা বলা হয়, আজ সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমার নির্বাচনকে ঘিরে দলীয় যারা নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস