নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে তিনতলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে ভবনটিতে নব্য জেএমবির সদস্যরা আস্তানা গেড়েছিল বলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন। জঙ্গিরা ৫ মাস আগে ভবনটির নিচতলায় বাসা ভাড়া নিয়েছিল।
তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে বলে জানা গেছে।
২৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম