শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:৪৫

ছাত্রদের সতর্ক থাকতে বললেন অর্থমন্ত্রী

ছাত্রদের সতর্ক থাকতে বললেন অর্থমন্ত্রী

ঢাকা: সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবীতে দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করছে, ঠিক তখন অর্থমন্ত্রী ছাত্রদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন,‘ভ্যাটের কারণে যেন তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে টিউশন ফি এর নামে বাড়তি অর্থ নিতে না পারে, সে ব্যাপারে তোমরা (শিক্ষার্থীরা) সতর্ক থাকবে।

শনিবার দুপুরে বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। ব্র্যাক ও এটিএন বাংলার সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে ২৭ বছরে যে প্রবৃদ্ধি হয়েছে আমরা ৬ বছরে রাজস্ব আদায়ের মাধ্যমে সে প্রবৃদ্ধি অর্জন করেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি দাওয়া মানতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ফি নেয়, তার পরিমান অনেক বেশি। আমি হিসেব করে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। তার ফি, বইয়ের খরচ, লাইব্রেরি ফি, খাওয়া-দাওয়াসহ এই খরচ হয়। আমি সেখান থেকে মাত্র ৭৫ টাকা চেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি বলেছি যে এই সাড়ে সাত শতাংশ ভ্যাট, যেটা টিউশন ফি আদায় হচ্ছে সেখান থেকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে।’

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যদি নজর না দাও তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি, ডেভেলপমেন্ট ফান্ড কিংবা অন্য কোনো নামে তোমাদের কাছ থেকে এই অর্থ তুলে নেবে। সে জন্য তোমরা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, যেন ফি না বাড়ে।’
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে