ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১মবর্ষ (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টবর শুক্রবার অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ‘সি’ ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৩৪,৬৮৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে অন্তত ৫৬ জন শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ১৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
নেয়া যাবে না
পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইলসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ।
এছাড়া পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরে পরীক্ষাকেন্দ্রে আসার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগের পরীক্ষায় যারা স্যান্ডেল পরে আসেননি তাদের খালি পায়ে পরীক্ষা হলে যেতে হয়েছে।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম