নিউজ ডেস্ক : সচিবালয়ের সন্নিকটে আবদুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনে আগুন লেগেছে। সোমবার দুপুর পৌনে দুইটায় ভবনটির নিচতলায় আগুন লাগে। তবে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে ১৫ তলা বিদ্যুৎ ভবনের নিচতলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। তবে নিকটস্থ ফায়ার সার্ভিস অফিস থেকে বেশ কটি গাড়ি এসে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
বিদ্যুৎ ভবনের একজন কর্মচারী জানান, ভবনটির নিচতলায় বেশ কিছু ময়লা ও কাগজ এক স্থানে ফেলে রাখা হয়েছিল। তারা ধারণা করছেন, ধূমপান করে কেউ সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ ফেলে দেওয়ার কারণে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
০২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম