এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি মাসেই পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে আসছে এবং দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুন মাসে।এই কেন্দ্র থেকে মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে। ইতোমধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ‘ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ কাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, ধারণা করা যাচ্ছে বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।’
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, ‘উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত রাখা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে প্রায় ৯ টাকা।’
পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টিপিসি (কর্মাশিয়াল) ম্যানেজার ইয়াং বলেন, ‘কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যার ফলে পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পরবে না।
বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াট বিদ্যুৎ। যেটা বিদ্যুতের চাহিদা পূরণ করতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।