সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ০৪:১৮:০৮

সত্য কখনো চাপা থাকে না : মির্জা ফখরুল

সত্য কখনো চাপা থাকে না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তারা (আওয়ামী লীগ) সবসময় তাদের অপকর্ম আমাদের (বিএনপি) ওপর চাপাতে চায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। এ হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের পর তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রশ্রয়েই এখন দুর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে যেমন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নন। এর কারণ হচ্ছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা।
০২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে