নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ এর ডিসিসি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে মার্কেটের একাংশ ধসে পড়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট চেষ্টা করেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সর্বশেষ সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।
এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মার্কেটের ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হলেও পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এখন পর্যন্ত মার্কেটের ভেতর থেকে দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করে ডিসিসি মার্কেটের ব্যবসায়ীরা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে বিলম্ব করছে। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম