মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০১:০১:২৫

‘আমরা তো ভিক্ষা করতে পারবো না, কী করবো?’

‘আমরা তো ভিক্ষা করতে পারবো না, কী করবো?’

আমানুর রহমান রনি : রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের দোকান পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন রুনা আহমেদ। তিনি বলেন, ‘আমরা তো ভিক্ষা করতে পারবো না। এখন  কী করবো? দোকানটাই ছিল আমাদের রিজিকের মাধ্যম।’ রুনা বলেন, তার স্বামী বাচ্চু আহমেদ ডিসিসি মার্কেটের ২৯ নম্বর দোকানে সোমবার রাতে বেচাকেনা করেছেন। রাতে বাসায় ফেরার পর শোনেন মার্কেটে আগুন লেগেছে।

মঙ্গলবার দুপুরে মার্কেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন। তিনি বলেন, ‘৪০ লাখ টাকা লোন নেওয়া আছে। পুড়ে সব ছাই হয়ে গেছে। রাত ৩টা থেকে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ পারছি না। চোখের সামনেই সব পুড়ে যাচ্ছে।’

গত সোমবার রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে মার্কেটের কাঁচাবাজারের তিনতলা ভবনটি ধসে পড়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। -বাংলা ট্রিবিউন।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে