মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০৩:২৬:২৭

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবারের ভূমিকম্প রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাঁকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেশের মোটামুটি সবখানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে