মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০৮:২৩:৪১

'খালেদা জিয়াকে সাইজ করে নির্বাচন দেবে সরকার : গয়েশ্বর

'খালেদা জিয়াকে সাইজ করে নির্বাচন দেবে সরকার : গয়েশ্বর

নিউজ ডেস্ক : আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের 'সাইজ করে' সরকার নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির অন্যতম শীর্ষনেতা গয়েশ্বর চন্দ্র রায়।

'কলংকিত ৫ জানুয়ারি নির্বাচন এবং আজকের প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভায় মঙ্গলবার তিনি এমন আশংকা প্রকাশ করেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, ২০১৯ সালের আগে সরকার নির্বাচন দিতে পারে বলে অনেকে বিভিন্ন সময় বলছে। তারা তো নির্বাচিত সরকারই না। তাই তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে। তারা নির্বাচন দিলেও সে নির্বাচনে নয়ছয় করে আবারো ক্ষমতায় আসবে।'

খালেদা জিয়ার মামলার রায় দিতে সরকার তাড়াহুড়ো করছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, 'খালেদা জিয়াসহ আমাদের দলের নেতাদের আদালতের মাধ্যমে সাইজ করে নির্বাচন দেবে সরকার। তারা মনে করছে, বড় বড় দেশ তাদের পাশে আছে। এজন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা এমন নির্বাচন দেবে।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'ট্রাকের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা যেমন পাপ, তেমনি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেয়াও মহাপাপ।'

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডাকাতি নয়, ভোট চুরি  হয়েছে দাবি করে তিনি বলেন, 'এইচটি ইমাম, আওয়ামী লীগ নেতা নওফল, ঢাকা রেঞ্জের ডিআইজি ভালো জানেন ওখানে কী হয়েছিল। কারণ নওফল নির্বাচনের দিন রাতে নারায়ণগঞ্জ ক্লাবে ছিলেন। আর ৫ জানুয়ারি এইচটি ইমাম যেভাবে নির্বাচন করিয়েছিলেন, সেই অফিসাররা তো সবাই মরেনি।'

আয়োজক সংগঠনের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, নিপুন রায় চৌধুরী, কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে