নিউজ ডেস্ক : গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানাতে ও ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে যাবে বিএনপির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল।
বুধবার বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল মার্কেট এলাকা পরিদর্শনে যাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দিবাগত রাত দুইটার পর আগুন লাগে গুলশানের ডিএনসিসি মার্কেটে। ১৯ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলা আগুনে পুড়ে যায় কয়েকশ দোকান। আগুনে ধসে পড়ে ভবনের একাংশ। কোটিপতি বেশ কয়েকজন ব্যবসায়ীও একেবারে নিঃস্ব হয়ে যায়। তবে আগুন লাগার বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। একই মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম