নিউজ ডেস্ক : গতকাল কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এ সময় এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত হয়।
আধুনিকায়নের ধারায় বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে। অ্যাডহক এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় গতকাল কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে এ ফায়ারিং প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এফএম-৯০ মিসাইল বর্তমান সময়কার একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী সমরাস্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। এই ক্ষেপণাস্ত্র সব ধরনের বিমান, ড্রোন ও ক্রুজ মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম