নিউজ ডেস্ক : সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এবং বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান ধারা অব্যাহত রাখতে ২০১৭ সালে ৮ লক্ষাধিক কর্মী বিদেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম।
রোববার দুপুরে ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ২০১৬ সালে মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংকালে এ সব তথ্য জানান। এ সময় মন্ত্রণায়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্তি সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে সর্বমোট ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে এবং বর্তমানে ১৬২টি দেশে প্রায় ১ কোটি ৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।
মন্ত্রী বলেন, সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ যে সকল দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশের কর্মী রয়েছে তাদের সেবা এবং কল্যাণ নিশ্চিতকল্পে শ্রমউইং খোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিভিন্ন দেশে ২৯টি শ্রমউইং কাজ করছে। আরো কয়েকটি দেশে শ্রমউইং খোলা হবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
মন্ত্রী আরো বলেন, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৩৬.৩১ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছেন। ২০১৬ সালে ওমানে সর্বোচ্চ সংখ্যক কর্মী গমন করেছে ১ লাখ ৮৮ হাজার ২ শ’ ৪৭ জন এবং সৌদি আরবে গমণ করেছেন১ লাখ ৪৩ হাজার ৯ শ’ ১৩ জন।
তিনি বলেন, গতবছর কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক ৮৬ হাজার ৩ শ’ ৫২ জন কর্মী বিদেশে গমন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। ২০১৬ সালে চট্টগ্রাম থেকে ৪৫ হাজার ৭শ’ ৮০ জন কর্মী বিদেশে গিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি আরো জানান, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যেন সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করতে পারে সে লক্ষ্যে প্রবাস বন্ধু কল (+০৯৬৫৪৩৩৩৩৩৩) সেন্টার স্থাপন করা হয়েছে। ১লা সেপ্টেম্বর ২০১৬ থেকে সৌদি আরব, জর্ডান মালয়েশিয়ায় অবস্থানরত ২৫ লাখ কর্মী সরাসরি এ সেবা পাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সেবা চালু করা হবে।
৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস