রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৭:৪০:০০

আন্দোলনে দুর্বল হলেও জনসমর্থনে বিএনপি দুর্বল নয় : কাদের

আন্দোলনে দুর্বল হলেও জনসমর্থনে বিএনপি দুর্বল নয় : কাদের

নিউজ ডেস্ক : আন্দোলনে দুর্বল হলেও জনসমর্থনে বিএনপিকে দুর্বল না ভাবতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিকেলে তেজগাঁওয়ে, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব বলেন ওবায়দুল কাদের।

রোববার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল কলোনি বাজারে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব বলেন ওবায়দুল কাদের।

সমাবেশে বিএনপির দুর্বলতা ও শক্তির জায়গাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।  ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে হয়তো তারা দুর্বল, কিন্তু জনসমর্থনেও বিএনপিকে দুর্বল ভাবলে ভুল হবে।

নারায়ণগঞ্জ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থীর পাওয়া ভোটের হিসাব মাথায় রেখে আগামী সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে জনগণের সেবায় কাজ করতে নেতা কর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাদেক খান ও কাউন্সিলর শফিউল্লাহ শফি।
৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে