নিউজ ডেস্ক : আগামী ১৪ জানুয়ারি থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’। দেশি-বিদেশি পর্যটকদের জন্য এ কার্নিভালে থাকছে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, হাডুডু, ভলিবল, ঘুড়ি উৎবসহ নানা খেলা। রবিবার ৮ জানুয়ারি বিকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির বিচ কার্নিভালের আয়োজনের নানা তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘কার্নিভালের প্রথম দিন ১৪ জানুয়ারি সকাল ৯টায় র্যা লি ও সকাল ১০টায় কার্নিভালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।’
দ্বিতীয় দিন (১৫ জানুয়ারি) থাকছে সি-ক্রুজিং (পটুয়াখালী থেকে সুন্দরবন)। আর তৃতীয় দিনে (১৬ জানুয়ারি) থাকবে ক্যাম্প ফায়ার, বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
এছাড়া প্রতিদিন থাকছে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ, রাখাইন নৌকা পরিদর্শন, বৌদ্ধমন্দির ও শতমূর্তির মন্দির পরির্দশন, ঐতিহ্যবাহী কূপ পরিদর্শন, ফানুস উড়ানো ও লেজারসহ বিভিন্ন আয়োজন। থাকবে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাদ্য উৎসব ও ওয়াটার বাইক।
০৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম