নিউজ ডেস্ক : দল ভারি করতে ছাত্রলীগে অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়াত ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদলের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুর নাহার হলের সামনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘অপশক্তিরা দলে এসে বিভিন্ন অপকর্ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামকে ম্লান করে। পরে এর দায় সরকারের ওপর পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোটের রাজনীতিতে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভোটের রাজনীতিতে তাকে পরাজিত করতে পারবে না জেনে তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এজন্য এসব অপশক্তিকে মোকাবিলা করতে নেতাকর্মীদের সদা সজাগ, সচেষ্ট থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা আপাত দৃষ্টিতে নিসক্রিয় থাকলেও তলে তলে বড় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিকার, প্রতিরোধ ও মোকাবিলা করতে হবে।’
০৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম