শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০১:৪৬:৩০

ইজতেমা ময়দানে আরো দুই মুসুল্লির মৃত্যু

ইজতেমা ময়দানে আরো দুই মুসুল্লির মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরো দুই মুসুল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় ইজতেমা মাঠে তারা মারা যান। এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬) মারা যান।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে আবদুস সাত্তার (৬০) এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, বিকাল ৪টার দিকে আবদুস সাত্তারকে এবং সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে ইজতেমা ময়দান থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হচ্ছে। এ পর্বে যোগ দিচ্ছেন দেশের ১৭ জেলার মুসুল্লিরা।

১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে