শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০২:৫৩:২৪

আলহামদুলিল্লাহ: ইজতেমায় শতাধিক রাষ্ট্রের মুসল্লির অংশগ্রহণ

আলহামদুলিল্লাহ: ইজতেমায় শতাধিক রাষ্ট্রের মুসল্লির অংশগ্রহণ

গাজীপুর : ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার দুপুর পর্যন্ত শতাধিক রাষ্ট্রের ৬ হাজার ৮৮৭ জন মুসল্লি ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) পরিদর্শক মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর, ওমান, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসল্লিরা প্রথম পর্বের এবারের ইজতেমায় অংশগ্রহণ করেছেন।

ইজতেমার আয়োজক সূত্র জানিয়েছে, মুসল্লিদের এ সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানের উত্তর পাশে বিদেশি মেহমানদের জন্য পৃথক বিদেশি নিবাস নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
১৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে