নিউজ ডেস্ক : রাস্তায় কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি সারাদেশে সবাইকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনা পৌঁছে দিচ্ছি যে, রাস্তা বন্ধ করে বাংলাদেশের কোথাও সমাবেশ করা যাবে না বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে শীতার্ত ও অসহায় মানুষজনের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ আয়োজন করেছিলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তা বন্ধ করে কোথাও সমাবেশ করা যাবে না। কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না।’
তিনি বলেন, ‘আমি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ভেতরে করার নির্দেশ দিয়েছলাম। কিন্তু তারা এমনভাবে করেছে যে রাস্তার কাছাকাছি চলে এসেছে। ভবিষ্যতে আর এ জায়গায় মঞ্চ করবেন না, এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘ছুটির দিনে আমরা রাস্তায় র্যালি করার ব্যাপারেও চিন্তাভাবনা করছি। এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালির কারণে ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয় ঢাকায়। সেদিন ছাত্রলীগ নেতাদের যানজটের ভোগান্তির কথা মাথায় রাখা উচিত ছিল। তারা সতর্ক থাকলে যানজটের যন্ত্রণা কম হতো।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী খুশি। এমনকি বিএনপির সমর্থকরাও খুশি। শুধু বিএনপির নেতারা যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন সেই নেতারা হতাশ।’
১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস