নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াতের লোকেরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, অনুপ্রবেশকারী ওই গোষ্ঠীটি ১৪ দল ও আওয়ামী লীগের ভেতর অনৈক্য সৃষ্টিরও পাঁয়তারা করছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া এক নেতা খুনের ঘটনার উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জঙ্গী দমনের মধ্যদিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠায় সফল হচ্ছেন, তখন চিহ্নিত ওই গোষ্ঠীটি ১৪ দল ও আওয়ামী লীগের ভেতর কোন্দল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
জাসদ সভাপতি বলেন, ওরা দেশের শত্রু, শেখ হাসিনার শত্রু এবং ঐক্যের শত্রু। যারা এই অনৈক্য সৃষ্টির সাথে জড়িত তারা বিএনপির টাকা খেয়ে এসব করছে।
তথ্যমন্ত্রী বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া নেতা লুৎফর রহমান সাবু খুনের সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি স্থানীয় জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং উভয় ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস