এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িবাসীর আয়োজনে শঠিবাড়ী বাজারে এই দোয়া করা হয়।
এ সময় মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিন বারের সফল ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা এনামুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শঠিবাড়ি কলেজের অধ্যাপক মোজাহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মণ্ডল, সাবেক বিএনপি আতিকুর রহমান রাঙ্গা, সাবেক বিএনপি নেতা রেজাউল ইসলাম মাস্টার, সাবেক ছাত্রনেতা সুমন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আরিফ প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা জিকরুল ইসলাম।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দিন।