শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৬:৫৩:০৯

‘কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপি নেতারা’

‘কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপি নেতারা’

নিউজ ডেস্ক : বিএনপি নেতারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি বলেছে- প্রধানমন্ত্রীর বক্তব্যে গোটা জাতি হতাশ। অথচ সরকারের নানা অর্জনের জন্য সমগ্র দেশের মানুষ খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি।'

তিনি বলেন, 'শুধু হতাশ বিএনপির কিছু নেতা যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। তাদের জন্য এটা হতাশা। কারণ সরকারের অর্জন ও উন্নয়নে তারা ভীত হয়ে পড়েছে। আগামী নির্বাচনে তারা জিততে পারবে কি না- সেই চিন্তায় তারা হতাশ।'

সেতুমন্ত্রী বলেন, রাস্তায় কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি সারাদেশে সবাইকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনা পৌঁছে দিচ্ছি যে, রাস্তা বন্ধ করে বাংলাদেশের কোথাও সমাবেশ করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘ছুটির দিনে আমরা রাস্তায় র‌্যালি করার ব্যাপারেও চিন্তাভাবনা করছি। এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালির কারণে ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয় ঢাকায়। সেদিন ছাত্রলীগ নেতাদের যানজটের ভোগান্তির কথা মাথায় রাখা উচিত ছিল। তারা সতর্ক থাকলে যানজটের যন্ত্রণা কম হতো।’

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় সভায় সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে