নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমান দিপু জুতা উচিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে হুমকি দেয়। এছাড়া সে জুতা ছোড়ার চেষ্টা ও ঔদ্ধত্য প্রকাশ করে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাত খুন মামলায় গ্রেফতার দিপুসহ ২৩ আসামির সবাইকে আদালত কক্ষে হাজির করা হয়।
সকাল ১০টার ৪ মিনিটে রায় পড়া শুরু করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। মাত্র ৫ মিনিটের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরপরই আসামিদের বের করে প্রিজন ভ্যানে উঠায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, বের হওয়ার সময় সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করে। এসময় কয়েক সেকেন্ড দিপু জুতা ছোড়ার চেষ্টা করে গালাগাল করে। এতে সাংবাদিকরাও তার ওপর উত্তেজিত হয়ে উঠে। এসময় আমিসহ সঙ্গীয় ফোর্স তাকে (হোসেনের গাড়ি চালক) দ্রুত প্রিজন ভ্যানে উঠাই।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর