নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলফিতে ধরা দিলেন বিশ্বখ্যাত পপস্টার শাকিরা।
জানা গেছে, পলক বর্তমানে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে অবস্থান করছেন।
সেখানে দেখা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে। তারপর পছন্দের এই গায়িকাকে সঙ্গে সেলফি বন্ধি হোন দু’জনে।
এমনই জানা গেল পলকের ভেরিফায়েড ফ্যান পেজে পাওয়া ছবির ক্যাপশন থেকে।
প্রসঙ্গত, ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শিল্পী শাকিরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল পুরস্কার গ্রহণ করেন। ইউনিসেফ শুভেচ্ছাদূত এবং ‘পিস ডেসকালজ’ ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য এই মানবিকতার পুরস্কারে ভূষিত হন তিনি।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর